দিল্লি, ১৩ ডিসেম্বর: বছর প্রায় শেষের (Year-Ender 2024)পথে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল। ২০২৫ পড়ার আগে চলতি বছরের যে স্মরণীয় ঘটনাগুলি মানুষের মনে দাগ কেটেছে, তার মধ্যে অন্যতম বেশ কয়েকজন রাজনীতিবিদের মৃত্যু। ২০২৪ সালে বেশ কয়েকজন বড় মাপের রাজনীতিবিদের মৃত্যু হয়। যাঁদের মধ্যে রয়েছেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরির মৃত্যু হয়। ৭২ বছর বয়সে প্রয়াত হন সিপিএমের (CPIM) এই বর্ষীয়ান সদস্য। ১৯৯২ সাল থেকে তিনি মৃত্যুর আগে পর্যন্ত সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন। ২০২৪ সালে মৃত্যু হয় সেই স্বনামধন্য রাজনীতিবিদের।
২০২৪ সালের মে মাসে চলে যান সুশীল কুমার মোদী (Sushil Kumar Modi)। বিজেপি (BJP) নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর মৃত্যু ভারতীয় রাজনীতির অন্যতম বড় ক্ষতি। বিশেষ করে বিহারে। ১৩ মে ৭২ বছর বয়সে মৃত্যু হয় সুশীল কুমার মোদী। ক্যানসারে আক্রান্ত ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
২০২৪ সালের ১০ অগাস্ট মৃত্যু হয় কংগ্রেসের নটবর সিংয়ের। প্রথম ইউপিএ সরকারের আমলে মন্ত্রী ছিলেন এই নটবর সিং।
গত ১০ ডিসেম্বর মৃত্যু হয় এস এম কৃষ্ণের। ৯২ বছরে প্রয়াত হন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন এস এম কৃষ্ণ।
২০১৪ সালের ১২ অক্টোবর মৃত্যু হয় বাবা সিদ্দিকির। এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে তাঁর অফিসের সামনে গুলি চালিয়ে হত্যা করে গ্যাসংস্টার লরেন্স বিষ্ণোই দলের সদস্যরা। বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে সখ্যতার জেরেই বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয় বিষ্ণোই গ্যাংয়ের তরফে।