Narendra Modi, Mamata Banerjee (Photo Credits: Facebook)

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র (Narendra Modi) মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়খণ্ডের ডিভিভি-র বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগ তুলে এর আগে ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলেন মমতা। এবার অভিযোগ, কেন্দ্রের তথ্য সঠিক নয়। প্রতিবাদে ডিভিসি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তও চিঠিতে উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো।

শুক্রবার বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা অভিযোগ করেছিলেন, দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার কারণেই রাজ্যের এই বর্তমান বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মমতার সেই অভিযোগ খারিজ করে জবাবে একটি চিঠি পাঠায় জল শক্তি মন্ত্রী। সেখানে দাবি করা হয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতেই ঝাড়খণ্ড ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। তবে জল শক্তি মন্ত্রী মন্ত্রী সিআর পাতিল দাবি খারিজ করে আজ ২২ সেপ্টেম্বর রবিবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা। মুখ্যমন্ত্রী চিঠিতে জানালেন, অনেক ক্ষেত্রেই রাজ্যের অনুমতি ছাড়াই ডিভিজি জল ছাড়ে। বহু ক্ষেত্রেই জল ছাড়ার সিদ্ধান্ত কমিশনের তরফে একতরফে নেওয়া হয়। তাই কেন্দ্রের বক্তব্য সঠিক নয়।

মোদীকে পাঠানো মমতার অভিযোগের চিঠি... 

রাজ্যের তরফে এও অভিযোগ তোলা হয়, তিন ঘণ্টার নোটিসেও একবার জল ছেড়েছিল ডিভিসি। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের জন্যে ওই সময় যথেষ্ট ছিল না। ডিভিসসি-র জল ছাড়ার পরিমাণ নিয়েও প্রশ্ন তোলেন মমতা। চিঠিতে জানান, ২.৫ লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমতি রাজ্য কখনও দেয়নি। রাজ্য সরকার জল ছাড়ার পরিমাণ প্রথমে ২.৩ লক্ষ কিউসেক এবং পরে ২ লক্ষ কিউসেক করতে বলেছিল। কিন্তু রাজ্যের সেই অনুরোধ ডিভিসি শোনেনি।