![](https://bnst1.latestly.com/uploads/images/2024/08/94-91-380x214.jpg)
বুলন্দশহর, ২৪ অগাস্টঃ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার অভিযোগ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে শিকারপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিযুক্ত এক পুরুষ চিকিৎসকের উপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হামলা কর বলে জানা যায়। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, আপনমনে পায়চারি করতে করতে ফোনে কথা বলছেন ওই চিকিৎসক। এমন সময়ে এক ব্যক্তি আচমকা এসে চিকিৎসককে টেনে চড় কষান। এলোপাথাড়ি ভাবে মারধর চালাতে থাকে। এমন দৃশ্য দেখে হাসপাতালের ভিতর থেকে ছুটে আসেন কর্মীরা। সকলে মিলে বাধা দেয় অভিযুক্তকে। ঘটনার সেই সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যাচ্ছে, নিগৃহীত চিকিৎসকের নাম যোগেশ। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের উপর হামলা করার ঘটনায় ওই অভিযুক্তকে ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু রাতের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ হেফাজত থেকে বেরিয়ে অভিযুক্ত ফের হাসপাতালে অশান্তি সৃষ্টি করে বলে অভিযোগ তোলেন বুলন্দশহর প্রাদেশিক মেডিকেল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মনোজ চৌধুরী। ঘটনার জেরে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে রাখা হয়েছে। বহির্বিভাগ বন্ধ থাকার ফলে চিকিৎসার জন্যে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের।
চিকিৎসকের উপর হামলার সিসিটিভি ফুটেজ...
Uttar Pradesh: (CCTV Visuals) In Bulandshahr, a thug brutally assaulted a doctor stationed at the Shikarpur Community Health Center. The incident was caught on video and has since gone viral on social media pic.twitter.com/je0PSCAPOM
— IANS (@ians_india) August 24, 2024
এই ঘটনার চরম নিন্দা করে মনোজ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত কোন চিকিৎসক কাজে ফিরবে না। বন্ধ থাকবে বহির্বিভাগ। তবে অভিযুক্ত ব্যক্তি কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।