Road Accident (Photo Credit: X)

রবিবাসরীয় সকালে হুগলীতে (Hooghly) পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল বছর সাতেকের এক নাবালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর দিদি। জানা যাচ্ছে, হুগলির তারকেশ্বরের (Tarakeswar) মনোহরপুুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন মির্জাপুর এলাকায় ভাইকে আঁকার ক্লাসে নিয়ে যাওয়ার জন্য সাইকেলে করে যাচ্ছিল দুজনে। রাস্তা খারাপ হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা পড়ে যায়। তখন পেছন থেকে আসা একটি ট্রাক্টর তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সায়ন প্রধান নামে ওই কিশোরের। ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

রাস্তা খারাপ হওয়ার কারণে ঘটে দুর্ঘটনা

জানা যাচ্ছে, সায়ন ও দীপ্তি প্রধানের বাড়ি বালিগড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বল্লভিপুর এলাকায়। মৃত নাবালক বল্লভিপুর কৌসের আলি প্রাথমিক স্কুলের পড়ুয়া ছিল। এদিন সকালে দিদির সঙ্গে সাইকেলে করে আঁকার ক্লাসে যাচ্ছিল সে। তবে ওই এলাকার রাস্তায় জলের পাইপলাইনের কাজ হওয়ার কারণে প্রচুর গর্ত হয়েছে। যে কারণে কিছুটা যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল উল্টে পড়ে যায় দুজনে। তখন পেছন থেকে আসা ট্রাক্টরটি তাঁদের ধাক্কা মারে।

গ্রেফতার ট্রাক্টর চালক

স্থানীয় বাসিন্দারা দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা চিকিৎসকরা সায়নকে মৃত বলে ঘোষণা করেন। আহত দীপ্তির অবস্থাও ভালো নয়। পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ জানানো হলে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।