নয়াদিল্লি স্টেশনের ছবি (Photo Credits:X)

নয়াদিল্লিঃ মহাকুম্ভের(Mahakumbh 2025) পথে মর্মান্তিক পরিণতি। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট(New Delhi Station Stampede) হয়ে মৃত্যু ১৮ জনের। আহত কমপক্ষে ১২। শনিবার রাতে প্রয়াগরাজগামী(Prayagraj) ট্রেন ধরাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় নয়াদিল্লি স্টেশনের ১৪ এবং প্ল্যাটফর্মে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় পুণ্যার্থীদের। কয়েক মিনিটের এই ঘটনায় কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে নয়াদিল্লি স্টেশনের এই দু'টি প্ল্যাট ফর্ম। রবি সকালে ধরা পড়েছে সেই ছবি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে র‍য়েছে জুতো, জলের বোতল, ব্যাগ ইত্যাদি। ভেঙে গিয়েছে প্ল্যাটফর্মের কিছু কিছু অংশ। সকাল থেকেই প্ল্যাটফর্মের সাফ সাফাইয়ের কাজে হাত লাগিয়েছেন রেলকর্মীরা।

অঘটনের পর নয়াদিল্লি স্টেশনের ছবি

শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে থিকথিক করছিল ভিড়। ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিলেন কাতারে কাতারে মানুষ। ট্রেন দেরিতে আসায় শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের মধ্যে পড়ে প্রাণ হারান পুণ্যার্থীরা। ক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, "ভিড় সামাল দেওয়ার জন্য কেউ ছিল না। ১২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ছিল। হঠাৎ ঘোষণা হয়, ১২-র পরিবর্তে ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। ব্যাস সঙ্গে সঙ্গে দু'দিক থেকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।"

মহাকুম্ভের পথে অঘটন, পদপিষ্টের ঘটনায় লণ্ডভণ্ড নয়াদিল্লি স্টেশন, দেখুন ভিডিয়ো