কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ মহাকুম্ভের(2025) পথে অঘটন। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের(New Delhi Station Stampede) ঘটনা। প্রয়াগরাজগামী ট্রেনে ওঠেকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ পুণ্যার্থীর। আহত ১২। আর এই ঘটনায় কেন্দ্রকে নিশানা বিরোধীদের। এই ঘটনার জন্য ভারতীয় রেলকে দুষছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি কেন্দ্র সরকারকেও বিঁধতে ছাড়েননি রাহুল। এক্স হ্যান্ডেলে কংগ্রেস যুবরাজ লেখেন, "বর্তমানে প্রয়াগরাজে বহু পুণ্যার্থী যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্টেশনগুলির ব্যবস্থাপনায় আরও নজর দেওয়া উচিত ছিল। অব্যবস্থার কারণে যাতে কারও মৃত্যু না হয় তা নিশ্চিত করা প্রশাসনের দ্বায়িত্ব।"

দিল্লির পদপিষ্টের ঘটনায় কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধী

অন্যদিকে এই ঘটনার জন্য বিজেপি সরকারকে তোপ দাগেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, "এই ধরনের ঘটনা প্রমাণ করে সরকার কতটা অযোগ্য। কেন্দ্রীয় সরকার শুধু প্রচারে ব্যস্ত। পরিস্থিতি সামাল দিয়ে ব্যর্থ। ভিড় সামলাতে কী পদক্ষেপ করা হয়েছে? কেন পুণ্যার্থীদের জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হল না? একাধিক প্রশ্ন থেকে যায়।" এ ছাড়া এই ঘটনায় চরম গাফিলতির অভিযোগে রেলকে দুষছেন হুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী। পাশাপাশি ষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন তিনি।

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর