![](https://bnst1.latestly.com/uploads/images/2024/08/64-94.jpg?width=380&height=214)
কলকাতার পর এবার নন্দীগ্রাম। কয়েকদিন আগে লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোল পরিস্কার করতে গিয়ে মৃত্যু হয় তিন কর্মীর। এবার নন্দীগ্রামে (Nandigram) একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল ২ ব্যক্তি। জানা যাচ্ছে, বিষাক্ত গ্যাসের জেরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৪ জন। যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকলেই ভর্তি রয়েছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে শোকস্তব্ধ পরিবার।
ভেকুটিয়া গ্রামে ঘটেছে দুর্ঘটনা
জানা যাচ্ছে, নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামের কানাই জানা (৬০)-এর বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে আসেন বছর ৫০-এর মৃত্যুঞ্জয় জানা নামে এক ব্যক্তি। ট্যাঙ্কে নেমে প্রথমে অসুস্থ হয়ে পড়েন মৃত্যুঞ্জয়। তাঁকে উদ্ধার করতে নামেন কানাই ও তাঁর ছেলের শ্বশুর মানস গিরি (৫৬)। আবার তাঁরা অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করতে নামেন পরিবারের আরও কয়েকজন সদস্য।
দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় ও মানসের। গুরুতর অসুস্থ কানাই ও তাঁর বৌমা। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।