গরমের দুপুরে ক্ষেতের মাঝে শুয়ে রয়েছে বাঘ (Tiger)। মার্চের তপ্ত দুপুরে গমের ক্ষেত থেকে এমনই ছবি উঠে এল। যেখানে দেখা যায়, গমের ক্ষেতে (Wheat Field) শুয়ে রয়েছে এক বিশালাকার বাঘ। তপ্ত রোদে যখন চারপাশ পুড়ে যাচ্ছে, সেই সময় গাছের আড়ালে সবুজের কোলে শুয়ে বিশ্রাম করছে দক্ষিণ রায়। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লাখিমপুর খেরির একটি গমের ক্ষেতে দেখা মেলে বিশালাকার বাঘের। লাখিমপুর খেরিতে মালানি জঙ্গলের পাশে যে গমের ক্ষেত রয়েছে, সেখানেই শুয়ে থাকতে দেখা যায় বাঘকে। ড্রোনের ফুটেজে এমন ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে। সেই সঙ্গে বাঘের ভয়ে আতঙ্কে ভুগতে শুরু করেন বহু মানুষ। ড্রোন ফুটেজে যে বিশালাকার বাঘকে গমের ক্ষেতে শুয়ে থাকতে দেখা যায়, স্থানীয়রা সেই ভিডিয়ো বন দফতরের হাতে তুলে দেয়। রাতের অন্ধকারে বাঘ যাতে কোনওভাবে গ্রামে ঢুকতে না পারে, সে বিষয়ে বন দফতরের কর্মীরা কড়া নজর রেখেছেন।
দেখুন তপ্ত রোদে গমের ক্ষেতে বিশ্রাম বাঘের...
लखीमपुर खीरी में गेहूं के खेत में बिंदास आराम फ़रमाता बाघ।
यह तस्वीर ड्रोन से ली गई है। यह बाघ मैलानी वन रेंज में गांव के काफ़ी करीब पहुँच गया था। दहशत में था पूरा क्षेत्र, गांव वालो ने ख़ुद ही ड्रोन से वीडियो बनाकर वन विभाग को दिया। #LakhimpurKheri #tiger pic.twitter.com/o2oep3KBZn
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) March 20, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)