
ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মাস ছয়েক আগেই মাঙ্গালুরুতে (Mangaluru) এসেছিলেন। সেখানে একটি পিজি-তে উঠেছিলেন। কিন্তু অপরিচ্ছন্নতার জন্য সে সেই পিজি ছেড়ে অন্য পিজিতে ওঠে।সেই সঙ্গে গুগলে ১ স্টার রেটিং দিয়ে নেতিবাচক মন্তব্য করেন। যার জেরে দুষ্কৃতী নিয়ে এসে ওই যুবককে বেধড়ক মার পিজির মালিক। গত ১৭ মার্চ ঘটনাটি ঘটেছে মেঙ্গালুরুর কাদরি থানা এলাকায়। আহত পড়ুয়া বর্তমানে ভর্তি স্থানীয় বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পিজির মালিক ও হামলাকারীর মধ্যেই কাউকেই গ্রেফতার করতে পারেনি তদন্তকারীরা।
নেতিবাচক রিভিউ দেওয়ায় পড়ুয়ার ওপর হামলা পিজি মালিকের
জানা যাচ্ছে, কর্ণাটকের কালাবুর্গি এলাকার বাসিন্দা বিকাশ। মাসছয়েক আগেই মাঙ্গালুরুতে আসেন তিনি। এসে প্রথমে যে পিজি-তে ওঠেন সেখানে অপরিস্কার টয়লেট, খাবারে পোকা পেয়েছিল সে। তারপরেই ওই পিজি ছেড়ে অন্য পিজিতে যায়। সেখানে গিয়ে প্রথম পিজি সম্পর্কে ওয়ান স্টার ও ছবি সহ নেগেটিভ রিভিউ দেয় সে। অভিযোগ, এই রিভিউ পাওয়ার পর থেকেই তাঁর কাছে হুমকি ফোন আসতে শুরু করে। পিজির মালিক সন্তোষ বিভিন্ন নম্বর থেকে রিভিউ ডিলিট করার হুমকি দিত।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
এরপর গত ১৭ মার্চ রাতে রাস্তায় বেরোলে তাঁর ওপর হামলা চালায় পিজির মালিক। অভিযোগ, তিনি ছাড়াও আরও পাঁচজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ছিলেন। অনুমান, এরা সকলেই সন্তোষের বন্ধুবান্ধব ছিলেন। এদিন তাঁকে মারধর করে বাধ্য করায় রিভিউ ডিলিট করতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।