Indian Student Detained In US (Photo Credit: X)

দিল্লি, ২০ মার্চ: হামাসের (Hamas) প্রোপাগন্ডা ছড়ানো হচ্ছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে ইহুদি বিদ্বেষ। যার অভিযোগে এবার গ্রেফতার করা হল এক ভারতীয় ছাত্রকে (Indian Student Detained In US)। মার্কিন যুক্তরাষ্ট্রের (US) জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদর খান সুরিকে  (Badar Khan Suri) গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের হয়ে ক্রমাগত প্রচার করছিলেন বদর খান সুরি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যেমন চলছিল তাঁর ইহুদি বিদ্বেষ, তেমনি আমেরিকা বিরোধী ভাষণও চলছিল সমানভাবে। যার অভিযোগে এবার বদর খান সুরিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ফক্স নিউজের তরফে প্রকাশ করা হয় এই খবর।

বাড়ির বাইরে থেকে আটক করা হয় সুরিকে...

 

ধৃত ভারতীয় পড়ুয়ার আইজীবীর বক্তব্য

গ্রেফতারির পর মুখ খলেন বদর খান সুরির আইনজীবী। তিনি বলেন, তাঁর মক্কেলকে আমেরিকা থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন বিরোধী প্রচার করছেন বদর। সেই  আতঙ্কেই ট্রাম্প প্রশাসনের তরফে তাঁকে দেশ থেকে বহিষ্কারের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় সুরির আইনজীবীর তরফে।

বাড়ির বাইরে থেকে আটক সুরি

লুসিয়ানিয়ার অ্যালেজ়ান্দ্রিয়ায় বদর খান সুরিকে আটক করে মার্কিন পুলিশ। সোমবার রাতে ভার্জিনিয়ার বাড়ির বাইরে থেকে সুরিকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সুরিকে যাত শিগগিরই আমেরিকা থেকে বের করে ভারতে পাঠানো যায়, হোয়াইট হাউসের তরফে সেই চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ইহুদিদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে বদর খান সুরির বিরুদ্ধে। সেই কারণেই যত শিগগিরই সম্ভব তাঁকে আমেরিকা থেকে ভারতে পাঠানোর ব্যবস্থা ট্রাম্প সরকার করছে বলে জানা যাচ্ছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বক্তব্য

যদিও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, সুরিকে আটকের কোনও কারণ তাঁরা খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি সুরি সোশ্যাল মিডিয়ায় কী করছেন, সে বিষয়ে তাঁরা একেবারেই অবগত নন।