
জয়পুর, ২০ মার্চ: স্বামীকে (Husband) হত্যা স্ত্রীর (Wife)। এবারেও প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন করল গোপালী দেবী নামে এক মহিলা। গোপালী দেবী স্বামী ধনদয়াল সাইনিকে খুন করে প্রেমিক দীনদয়ালের সঙ্গে একযোগে। লোহার পাইপ দিয়ে প্রথম ধনদয়ালকে পেটানো হয়। তারপর শ্বাসরোধ করে ধনদয়ালকে খুন করে গোপালী দেবী এবং তার প্রেমিক দীনদয়াল। রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur) এমনই এক নির্মম ঘটনা ঘটে যায়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
জানা যায়, সবজি বিক্রেতা ধনদয়াল বেশ কয়েকদিন ধরে স্ত্রী গোপালীর সঙ্গে দীনদয়ালের সখ্যতা টের পান। জানতে পারেন, দীনদয়াল এবং গোপালী তাঁর চোখ এড়িয়ে ৫ বছর ধরে সম্পর্কে রয়েছে। ধনদয়াল এরপর তক্কে তক্কে থেকে গাপালী এবং দীনদয়ালকে হাতেনাতে পাকড়াও করেন।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...
These love triangles are becoming increasingly fatal ☠️
Shocking murder in Jaipur’s Muhana area. A woman Gopali Devi and her lover Deendayal, allegedly strangled her husband, Dhannalal Saini
Stuffed his body in a sack, transported it on a bike and set it on fire in a forest to… pic.twitter.com/UZ4Q11jx43
— Nabila Jamal (@nabilajamal_) March 20, 2025
ভয়াবহভাবে খুন করে গোপালী এবং দীনদয়াল
স্বামীর হাতে ধরা পড়তেই গোপালী দেবী রণমূর্তি ধারণ করে। এরপর গোপালী দেবী এবং দীনদয়াল একযোগে লোহার রড দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে ধনদয়ালকে খুন করে। স্বামীকে খুনের পর তাঁরে দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে তা জ্বালিয়ে দেয় গোপালী দেবী। দীনদয়ালের বাইকে চেপে তারা ধনদয়ালের দেহ জ্বালিয়ে দেয়।
কীভাবে দুই খুনিকে পাকড়াও করল পুলিশ
পুলিশ ঘূণাক্ষরে ও ওই ঘটনার কথা জানতে পারেনি। তবে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই পুলিশ চমকে ওঠে। দেখা যায়, মোটরবাইকে চেপে দীনদয়াল এবং গোপালী ধনদয়ালের দেহ নিয়ে যায় এবং জ্বালিয়ে দেয়।
গোপালী এবং দীনদয়ালের এই অপরাধ তখনই সামনে আসে, যখন সৌরভ রাজপুতের খুন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং প্রেমিক সাহিল শুক্ল। মুসকান এবং সাহিল সৌরভ খুনের পর তাঁর দেহ ১৫ টুকরোকে খণ্ডিত করে। যে ঘটনা প্রকাশ্যে এলে, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।