দিল্লি, ২০ মার্চ: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি (Muskan Rastogi) এবং সাহিল শুক্লকে (Sahil Shukla)। পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যন্ট সাহিল শুক্লর সঙ্গে হাত মিলিয়ে স্বামী সৌরভকে খুন করে মুসকান। প্রথমে সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অচৈতন্য করে দেয় মুসকান। তারপর সাহিল ছুরি দিয়ে ঘুমন্ত সৌরভের দেহ ১৫ টুকরোয় খণ্ডিত করে। সাহিল এবং মুসকান এরপর সাহিলের দেহ একটি প্লাস্টিকের ড্রামে ভরে, সেখানে সিমেন্ট পেস্ট করে দেয়। মুসকান এবং সাহিল খুনের পর সিমলায় বেড়াতে চলে যায়।
সিমলায় বেড়াতে গিয়ে সৌরভের মোবাইল থেকে মুসকান এবং সাহিল একের পর এক ছবি পোস্ট করে। সৌরভের ফোন থেকে ছবি পোস্ট করা হলেও, ফোনে তাঁক পাওয়া যাচ্ছিল না। ফলে পরিবারের সন্দেহ হয়। পরিবারের সন্দেহ বাড়তেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ মুসকান এবং সাহিলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তারা অপরাধ স্বীকার করে।
জানা যায়, মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের সঙ্গে বিলাসবহুল এবং ভালবাসার জীবন ছেড়ে মুসকান সাহিলের সঙ্গে সময় কাটাতে শুরু করে। তাকেই প্রেমিক হিসেবে বেছে নেয়। এরপর চরম অপরাধের পথে এগিয়ে যায় মুসকান এবং সাহিল।
দেখুন সাহিল শুক্লর ঘরের পরিস্থিতি...
फर्श पर बिखरीं शराब की बोतलें, दीवारों पर भोले शंकर, देखिए साहिल के रहस्यमय कमरे का वो वीडियो pic.twitter.com/lIBz75Jzje
— Prof. Sudhanshu 𝕋ℙ𝕊 (@ProfSudhaanshu) March 20, 2025
একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করে...
That’s Sahil Shukla’s room
I once lived in a rented room that hadn't been cleaned in years.
Her husband, , owned two lavish mansions in Meerut and had assets worth millions.
Creepy #meerut pic.twitter.com/tAm2WWzR81
— PatrioticParav (@ParavSharma23) March 20, 2025
যে সাহিলের জন্য মুসকান সৌরভকে খুন করে, এবার উঠে এল সেই ব্যক্তির ঘরের ছবি। সাহিল মীরাটের যে ঘরে বসবাস করত, সেখানকার ফুটেজ সামনে এলে মানুষ চমকে ওঠে। ক্যামেরায় উঠে আসে, সাহিলের ঘরের যত্রতত্র বিয়ারের বোতল ছড়ানো। জামাকাপড় স্তূপাকারে পড়ে রয়েছে ঘরের ভিতরে। সেই সঙ্গে দেওয়ালে দেবাদিদেবের ছবি যেমন আঁকা, তেমনি খুনি ড্রাগনের মুখ থেকে রক্ত ঝরছে, এমন ছবিও দেখা যায়। সাহিলের ঘরের এমন ছবি দেখে কার্যত অবাক হয়ে যান প্রত্যেকে।