Disha Salian (Photo Credit: X/ANI)

মুম্বই, ২০ মার্চ: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (Disha Salian) মৃত্যুর ঘটনায় তাঁকে বদনাম করার চেষ্টা চলছে। গত ৫ বছর ধরে বিভিন্নভাবে তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর সুনাম নষ্টের চেষ্টা করা হচ্ছে। এবার এমনই দাবি করলেন উদ্ভব পুত্র  আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)।

শুনুন কী বললেন আদিত্য ঠাকরে...

 

 

২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় মেলে সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ানের দেহ। দিশার মৃত্যুর ৬ দিনের মাথায় সুশান্তের দেহ উদ্ধার হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। দিশা সালিয়ানের মৃত্যুর পর এবার ফের বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সেলিব্রিটি ম্যানেজারের বাবা।

আরও পড়ুন: Disha Salian Death Case: সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর ঘটনায় উদ্ধব পুত্রের যোগ রয়েছে, মন্তব্য নিতিশ রানের

বুধবার দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান নতুন করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। দিশার মৃত্যুতে নতুন করে তদন্তের দাবি করে আদালতের দ্বারস্থ হন সতীশ সালিয়ান। পাশাপাশি মেয়ের মৃত্যুতে যাতে সিবিআই তদন্তের নির্দেশ আদালত দেয়, সেই দাবিও জানান সতাশ সালিয়ান। দিশাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে দাবি করেন সতীশ সালিয়ান। সতীশ সালিয়ানের দাবিতে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে মহারাষ্ট্রে।

অন্যদিকে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত পালটা দাবি করেন, নাগপুরে ঔরঙ্গজেবের সমাধি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা থেকে মানুষের নজর ঘোরাতেই বিজেপি সরকার এই ষড়যন্ত্র শুরু করেছে।