
আচমকাই প্রসব বেদনা শুরু হয় মেয়ের। তাই রাতের অন্ধকারে বাইকে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ মেয়ের জল তেষ্টা পাওয়ায় রাস্তার ধারে একটি দোকানে দাঁড়ায় সে। তখনই পেছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারল বাইকে। অল্পের জন্য স্ত্রী ও মেয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলে মৃত্যু হয় মধ্যবয়স্ক ওই ব্যক্তি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা (Bangaon Police Station) এলাকার ত্রিকোণ পার্কে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নিহতের স্ত্রী ও মেয়ে।
পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের
জানা যাচ্ছে, দেলবার তরফদারের মেয়ে চারমাসের অন্তঃসত্ত্বা। এদিন রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই কারণে বাইকে মেয়ে ও মা তিনজনকে বসিয়েই হাসপাতালে যাচ্ছিলেন দেলবার। হাসপাতালে ঢোকার আগেই মেয়ের জল তেষ্টা পাওয়ায় রাস্তার ধারে একটি দোকানে বাইক থামায়। তখন মেয়ে ও মা দোকানে গিয়ে জল কিনতে যায়। সেই সময় আচমকাই উল্টোদিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে।
ঘাতক ট্রাকের খোঁজে চলছে তল্লাশি
কার্যত মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। যদিও ঘাতক গাড়ির এখনও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন দুই মহিলা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর শোকস্তব্ধ পরিবার।