Raphinha (Photo Credit: @GingaBonitoHub/ X)

Brazil vs Colombia, FIFA World Cup Qualifiers 2026: ফিফা বিশ্বকাপ ২০২৬ কনমেবল বাছাইপর্বে (FIFA World Cup 2026 CONMEBOL Qualifiers) ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। আগামীকাল, ২১ মার্চ এস্তাদিও ন্যাসিওনাল মানা গারিঞ্চায় কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে পাঁচ জয় নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল, তাদের হয়ে একমাত্র গোলটি করেন গারসন। আজকের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারলে মেনে নিলে আগামী বছর বিশ্বকাপে ব্রাজিলের খেলার সম্ভাবনা কঠিন হয়ে উঠবে। অন্যদিকে, কলম্বিয়াও ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শক্ত দাবিদার। তারা বর্তমানে তাদের আসন্ন প্রতিপক্ষ ব্রাজিলের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে। লস ক্যাফেটেরোস শুক্রবার জয়ের সাথে সামগ্রিক স্ট্যান্ডিংয়ে তাদের শক্তিশালী অবস্থান বজায় রাখতে চাইবে। আগের কোয়ালিফায়ারে ইকুয়েডরের কাছে ০-১ গোলে হেরেছিল কলম্বিয়া। হামেস রদ্রিগেজ ব্রাজিলের বিপক্ষে আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ায় তারা কিছুটা জয়ের গতি ফিরে পেতে চাইবে। Denmark vs Portugal, Quarterfinal, UEFA Nations League Live Streaming: ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ, সরাসরি দেখুন ভারতে

ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬?

২১ মার্চ এস্তাদিও ন্যাসিওনাল মানা গারিঞ্চায় (Estadio Nacional Mana Garrincha) আয়োজিত হবে ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬।

কখন থেকে শুরু হবে ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬?

ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ শুরু হবে ভারতীয় সময় ভোর ৬টা বেজে ১৫ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬

সরাসরি টিভিতে ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ ভারতে টিভিতে দেখানো হবেনা।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬

ব্রাজিল বনাম কলম্বিয়া, ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ সরাসরি অনলাইনে দেখতে পাবেন FanCode অ্যাপে