
Denmark vs Portugal, Quarterfinal, UEFA Nations League: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডেনমার্ক বনাম পর্তুগাল (Denmark vs Portugal)। ২১ মার্চ পার্কেন স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম লেগের ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর (Cristiano Ronaldo) নেতৃত্বাধীন পর্তুগাল দলে ফিরেছেন রুবেন দিয়াস। প্রিমিয়ার লিগে পেশির চোটে ছিটকে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। কোচ রবার্তো মার্টিনেজ মনে করেন ১৭ বছর বয়সে জাতীয় দলে থাকাটা তার সামর্থ্যের পরিচয় দেয়। আগামীকাল কোপেনহেগেনে ডেনমার্ক ও পরের রবিবার লিসবনে ঘরের মাঠে খেলবে পর্তুগাল। 'এ' গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে ডেনমার্ক এবং 'এ' গ্রুপে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫ সালের পর এটিই হবে তাদের প্রথম ম্যাচ। দুই দেশই জিতেছে ১৫ বার, পর্তুগাল জিতেছে ১০টিতে, ডেনমার্কের ৩টিতে। দুটো ম্যাচ ড্র হয়েছে। Croatia vs France, Quarterfinal, UEFA Nations League Live Streaming: ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ, সরাসরি দেখুন ভারতে
ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ
🔴Denmark vs🔥 Portugal🔵: Nordic Giants Face⚔️ Former Champs in🏆 Nations League Quarters🤗
Denmark, seeking their first win under Brian Riemer, host Portugal in the UEFA Nations League quarter-final first leg at Parken Stadium on Thursday.
The Danes secured second place in… pic.twitter.com/tw2F3P7iVo
— MSport (@MSportOfficial) March 20, 2025
কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ?
২১ মার্চ পার্কেন স্টেডিয়ামে (Parken Stadium) আয়োজিত হবে ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ?
ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১টা বেজে ১৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
সরাসরি টিভিতে ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
ডেনমার্ক বনাম পর্তুগাল, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে