Croatia vs France (Photo Credit: @MadridXtra/ X)

Croatia vs France, Quarterfinal, UEFA Nations League: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স (Croatia vs France)। ২১ মার্চ স্তাদিওন পোলজুডে আয়োজিত হবে প্রথম লেগের ম্যাচ। ২০২৪ সালের নভেম্বরে গ্রুপ পর্বে সর্বশেষ পর্তুগালের মুখোমুখি হয়েছিল ভাত্রেনি যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ২০২১ নেশন্স লিগের চ্যাম্পিয়ন ফ্রান্স ছয় ম্যাচে চার জয় নিয়ে লিগ এ-তে গ্রুপ-২ এর শীর্ষে রয়েছে। এই মুহূর্তে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার দৌড়ে রয়েছে ফরাসিরা। ২০২৪ সালে নেশন্স লিগে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। আদ্রিয়েন র‍্যাবিওট গোল করে লেস ব্লিউসের হয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন। ফ্রান্স এখন সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য আজ জয় নিশ্চিত করতে চাইবে। অন্যদিকে, শেষ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি ক্রোয়েশিয়া। নভেম্বরে স্কটল্যান্ডের কাছে হারের পর নেশন্স লিগে পোল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে ড্র করে তারা। Italy vs Germany, Quarterfinal, UEFA Nations League Live Streaming: ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ, সরাসরি দেখুন ভারতে

ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ

কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ?

২১ মার্চ স্তাদিওন পোলজুডে (Stadion Poljud) আয়োজিত হবে ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ।

কখন থেকে শুরু হবে ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ?

ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১টা বেজে ১৫ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ

সরাসরি টিভিতে ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ

ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে