
Italy vs Germany, Quarterfinal, UEFA Nations League: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইতালি বনাম জার্মানি (Italy vs Germany)। ২১ মার্চ সান সিরোতে আয়োজিত হবে প্রথম লেগের ম্যাচ। আজ্জুরিরা লিগ এ-তে দ্বিতীয় স্থানে রয়েছে, ফ্রান্সের পিছনে গ্রুপ ২ এ নকআউটে যোগ্যতা অর্জন করেছে তারা। গত বছরের নভেম্বরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেস ব্লিউসের কাছে ১-৩ গোলে হেরে ছয় ম্যাচে চারটি জয় নিশ্চিত করে তারা। আসন্ন লড়াইয়ে জার্মানিকে হারিয়ে ট্রফির দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইবে তারা। অন্যদিকে, বাভারিয়ান দলটি লিগ এ-তে গ্রুপ ৩ এ শীর্ষে থেকে কোয়ার্টারফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। হাঙ্গেরির বিপক্ষে নেশন্স লিগে নিজেদের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল তারা। ম্যাচে ফেলিক্স এনমেচা জার্মানির একমাত্র গোলটি করেন। যোগ করা সময়ে ৭৬ মিনিটে ডমিনিক সোবোসজলাই সমতা ফেরান। Netherlands vs Spain, Quarterfinal, UEFA Nations League Live Streaming: নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ, সরাসরি দেখুন ভারতে
ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ
Italy vs Germany | Possible lineups [@BILD] pic.twitter.com/4pJNnUU9nH
— Bayern & Germany (@iMiaSanMia) March 19, 2025
কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ?
২১ মার্চ সান সিরোতে (San Siro) আয়োজিত হবে ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ?
ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১টা বেজে ১৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
সরাসরি টিভিতে ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
ইতালি বনাম জার্মানি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে