
Netherlands vs Spain, Quarterfinal, UEFA Nations League: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে নেদারল্যান্ডস বনাম স্পেন (Netherlands vs Spain)। ২১ মার্চ রটারডামের ফেয়েনর্ড স্টেডিয়ামে হবে প্রথম লেগের ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন এই কোয়ার্টার ফাইনালে কয়েকজন তারকাকে পাচ্ছে না স্পেন। চোটের কারণে বার্সেলোনার দল থেকে ছিটকে গেছেন মার্ক কাসাদো ও ইনিগো মার্টিনেজ। লা লিগার শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন এই দুই ফুটবলার। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে কাসাদোর বদলি হিসেবে বায়ার লেভারকুসেনের অ্যালেক্স গার্সিয়াকে এবং বোর্নমাউথের ডিন হুইজেনকে ডেকেছেন। অন্যদিকে, গত বছরের ইউরোতে খেলার পর প্রথমবারের মতো নেদারল্যান্ডস দলে ফিরেছেন মেমফিস ডিপাই। ডাচ জাতীয় দলের হয়ে ৯৮ ম্যাচে ৪৬ গোল করেছেন ডিপাই। গ্রুপ পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলা জাস্টিন ক্লুইভার্টও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। Mohun Bagan Semifinal Tickets: কীভাবে অনলাইনে কিনবেন মোহনবাগান সুপার জায়ান্টের সেমিফাইনালের টিকিট?
নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ
🇳🇱 🇪🇸 The Netherlands will play Spain in the first quarter-final of the Nations League. The match will be held in the Netherlands, and it will not be easy for Spain. The Dutch are playing very confidently on their home soil 💪
Which team will you support ? 🥳 pic.twitter.com/hy2WFibwgB
— Xparibet (@Xparibet24) March 20, 2025
কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ?
২১ মার্চ রটারডামের ফেয়েনর্ড স্টেডিয়ামে (Feyenoord Stadium in Rotterdam) আয়োজিত হবে নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ।
কখন থেকে শুরু হবে নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ?
নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১টা বেজে ১৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
সরাসরি টিভিতে নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
নেদারল্যান্ডস বনাম স্পেন, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে