প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বাংলা, পাঞ্জাব এবং দিল্লির ট্যাবলো না রাখার জেরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। রবিবার সেই বিতর্কের অবসান ঘটাল প্রতিরক্ষামন্ত্রক (Defence Ministry)। রবিবার প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বছরের থিমের সঙ্গে না মেলার কারণে স্থান হয়নি ট্যাবলোগুলির।
এই বিষয়ে বিবৃতি দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নির্বাচনের ক্ষেত্রে একটি নিদির্ষ্ট নিয়ম মেনে চলা হয়। যেখানে বিভিন্ন রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রক এবং দফতরকেও আমন্ত্রন পাঠানো হয়।
একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বিভিন্ন ভাবে সেটিকে পরীক্ষা করে দেখা হয় সুপারিশ করার আগে। প্রজাতন্ত্র দিবসে (Republic Day )প্যারেড অনুষ্ঠানের জন্য ৩০ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল নিজেদের আবেদন পত্র জমা দিয়েছিল, যাদের মধ্যে বাংলা, পাঞ্জাবও ছিল।
৩০ টির মধ্যে ১৫ থেকে ১৬ টি ট্যাবলোকে নির্বাচন করা হয়েছে প্রজাতন্ত্র দিবসে প্রদর্শনের জন্য।
তবে যে ট্যাবলোগুলিকে প্রজাতন্ত্র দিবসে প্রদর্শন করানো হবে না তাদের জন্য ভারত পর্ব নামক অনুষ্ঠানে লাল কেল্লায় তা দেখানো যাবে। ২৩ থেকে ৩১ তারিখ অবধি এই অনুষ্ঠান চলবে বলে জানা গেছে।
Facing criticism from #Punjab, #Delhi and #WestBengal, the Ministry of Defence clarified that their tableaux were not included in the #RepublicDayParade as they were not aligned with the broader themes of this year’s tableau.
Read: https://t.co/PX3h8rLNO5 pic.twitter.com/EEQe6epL5W
— IANS (@ians_india) December 31, 2023