বিবাহ বহির্ভূত সম্পর্কে যদি কেউ নিজেদের সম্মতিক্রমে যৌনতায় জড়ান, তাহলে তাকে ধর্ষণ (Rape) বলে মানা হবে না। অর্থাৎ নিজেদের সম্মতিতে যৌন সম্পর্কে (Sex) জড়ালে, তাকে কখনওই ধর্ষণের পর্যায়ে ফেলা যাবে না। এবার এমনই জানানো হল সুপ্রিম কোর্টের তরফে। দেশের শীর্ষ আদালতের (Supreme Court) তরফে মহেশ দামু নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খারিজ করে দেয়। বিবাহ বহির্ভূত সম্পর্কে থেকে যৌনতায় জড়ানোর পর মহেশ দামুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ৭ বছর পর সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এবং জানায়, নিজেদের সম্মতিতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে, তাকে কখনও ধর্ষণের সমান বলে গণ্য করা হবে না। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যদি কেউ ক্রমাগত যৌনতায় জড়ান, তাহলে তাকে কোনওভাবে ধর্ষণ নাম দেওয়া যাবে না। ফলে মহেশ দামুর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ পুরোপুরি খারিজ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।
সম্মতিতে যৌনতায় জড়ানো ধর্ষণ নয়, জানাল সুপ্রিম কোর্ট...
Unless it is shown that the physical relationship was purely out of the promise of marriage, it cannot be said that consent was vitiated due to misconception of fact, the Court said.
Read more: https://t.co/GV5g7PkfQJ #SupremeCourt pic.twitter.com/0LlIJ0GdpR
— Live Law (@LiveLawIndia) November 26, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)