নয়াদিল্লিঃ যতদিন বাড়ছে লাফিয়ে বাড়ছে সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। 'ডিজিটাল অ্যারেস্ট(Digital Arrest)' এর ফাঁদে পা দিয়ে কোটি কোটি টাকা খোয়াচ্ছে সাধারণ মানুষ। এ বার এল মাসের বেশি সোময় ধরে 'ডিজিটাল অ্যারেস্ট'এর শিকার হয়ে প্রায় ৪ কোটি টাকা খোয়ালেন ৭৭ বছরের বৃদ্ধা। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের(South Mumbai) বাসিন্দা ওই বৃদ্ধা। স্বামীর সঙ্গে দক্ষিণ মুম্বইয়ের একটি অভিজাত আবাসনে থাকেন। দুই সন্তান বিদেশে থাকেন। গত সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। মহিলাকে বলা হয়, তাঁর একটি পার্সেল তাইওয়ানে পাওয়া গিয়েছে। যাতে ড্রাগস রয়েছে। অপর প্রান্ত থেকে পুলিশের পরিচয় দিয়ে বলা হয় ভয় দেখানো হয় এবং বলা হয় ৩ কোটি ৮০ লক্ষ টাকা পাঠাতে। এবং এও জানানো হয় তিনি 'ডিজিটাল অ্যারেস্ট' এর শিকার। শুধু তাই নয়, নির্দোষ প্রমাণিত হলে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানায় প্রতারকরা। আর এই ফাঁদে পা দিয়েও সর্বশ্রান্ত হন ওই বৃদ্ধা।
ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে প্রায় ৪ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধা
Mumbai Woman, 77, Kept Under Digital Arrest For A Month, Defrauded Of ₹ 3.8 Crore https://t.co/IsPeJrlrYr pic.twitter.com/4Lk50siWQT
— NDTV (@ndtv) November 27, 2024