ISKCON Monks (Photo Credit: X/Screengrab)

ঢাকা, ২৮ নভেম্বর: ইসকনকে (ISKCON) নিষিদ্ধ করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিব বাংলাদেশ হাইকোর্ট (Bangladesh High Court)। ইসকনকে নিষিদ্ধ করতে হবে বলে বাংলাদেশের উচ্চ আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। যার জবাবে বাংলাদেশের উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কোনওভাবে ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। শুধু তাই নয়, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের যাতে সুরক্ষিত রাখা যায়, তাঁদের জমি, জায়গা যাতে অক্ষত থাকে, সে বিষয়ে সরকারকে পদক্ষেপ করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখতে হবে বলে স্পষ্ট জানানো হয় আদালতের তরফে।

আরও পড়ুন: Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: ইসকনের চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে মুখর তসলিমা, 'প্রত্যেকে প্রতিবাদে নামুন', ডাক লেখিকার

সম্প্রতি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das)। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর থেকে গোটা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর-সহ একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হচ্ছে বল ওঠে অভিযোগ।

ওই ঘটনার পরপরই ইসকনকে নিষিদ্ধ করতে হবে বলে বাংলাদেশ হাইকোর্টে দায়ের করা হয় স্বতঃপ্রণোদিত মামলা।