কলকাতা, ২৮ নভেম্বর: ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির পর থেকে বাংলাদেশে (Bangladesh) বসবাসকারী হিন্দুদের (Hindus) উপর অত্যাচার করা হচ্ছে। যা নিয়ে ভারত সরকারের সাহায্য চাওয়া হয় ইসকনের তরফে। নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার যাতে ইসকন নিয়ে, সে দেশে বসবাসকারী হিন্দুদের পরিস্থিতি নিয়ে ইউনুস সরকারের সঙ্গে কথা বলে, সে বিষয়ে বারবার আবেদন করা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বাংলদেশের হিন্দু ইস্যুতে তাঁর সরকার কেন্দ্রের পাশে রয়েছে। নরেন্দ্র মোদী সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, তাঁর সরকার সেই সিদ্ধান্তের সঙ্গে রয়েছে বলে বৃহস্পতিবার জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এমন খবর প্রকাশ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও ধর্মের উপর আঘাত আসুক, তা তিনি চান না। এখানকার ইসকনের সঙ্গে তিনি কথা বলেছেন। অন্য দেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ করবে। এ বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে তাঁর সরকার সব সময় রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় বাংলাদেশের ইসকন ইস্যুতে মুখ খোলেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কথা বলেন। বাংলাদেশে যা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ করুক বলেও তৃণমূলের কংগ্রেসের তরফে মন্তব্য করা হয়।