আরজি কর ধর্ষণ ও খুন  (RG Kar Rape and Murder) কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের অভিযোগ, তিনি নির্দোষ। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে আদালত থেকে ফেরার পথে সঞ্জয় বলেছিল, "আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল।" অভিযুক্ত সঞ্জয় রায়ের এমন বিস্ফোরক মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবিলম্বে রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আদালতে থেকে বেরিয়ে সঞ্জয় বলেছিল, "বিনীত গোয়েল, ডিসি স্পেশাল পরিকল্পনা করে আমাকে ফাঁসিয়েছে। ওদের প্রশ্ন করুন, ওরা সব জানে।” তার আগে আদালতে দাঁড়িয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়। বলেছিল, “আমি যখন বলেছি, আমার কথা শোনেনি। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে। আমার নামে সব কিছু বার হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম যে আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে সেখানেও যেতে দিল না।"

মমতার সরকারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্পর্ক একেবারেই খারাপ হয়ে গিয়েছে। মমতার সরকারের বিরুদ্ধে বারবার তোপ দাগেন সিভি আনন্দ বোস। তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল আসলে বিজেপি কর্মীর মত ব্যবহার করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগও উঠেছে, বলে কটাক্ষ করেন তৃণমূল নেতারা।

রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)