বিগত কয়েকদিন ধরেই একের পর এক মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বিশেষ করে তাঁর ওই মন্তব্যের পরেই দলের মধ্যে মমতাপন্থী ও অভিষেকপন্থী হাওয়া যে চরমে উঠেছে তা কিন্তু প্রকাশ্যে এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে বিরোধীরা জোড় সমালোচনা শুরু করেছে। আর সেই কারণেই কিছুটা চাপে পড়েছে শাসক দল। ফলে সেই কারণেই তাঁকে বাধ্য হয়ে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার বিধানসভায় এসেই এই শোকজের কথা জানতে পেরেছেন ভরতপুরের বিধায়ক। তারপরেও মুখবন্ধ রাখেননি তিনি। বরং বলেছেন, দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কোনঠাসা করার চেষ্টা করা হচ্ছে।

তাঁর এই ধারাবাহিক মন্তব্যের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee) কার্যত ক্ষুব্ধ। তাই বৃহস্পতিবার নিজের কক্ষে ডেকে হুমায়ুনকে কার্যত ধমক দেন দলনেত্রী। তিনি বলেন, তোমায় এত কথা বলতে কে বলেছে? বেশি কথা না বলে তাড়াতাড়ি শোকজের উত্তর দাও। এমনকী তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী নিজেই দেখবেন বলে স্পষ্ট জানিয়ে দেন হুমায়ুনকে। মমতার কার্যত এই রনংদেহি রূপ দেখে মুখ থেকে কোনও কথাই বেরোয়নি ভরতপুরের বিধায়কের। সূত্রের খবর, এদিন অধিবেশন শেষে সমস্ত বিধায়ককেই নিজের কক্ষে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকেই আসেন হুমায়ুন। তাঁকে দেখেই কার্যত ধমকের সুরে এই কথা বলেন তৃণমূল সুপ্রিমো।