Nitish Kumar apologise Photo Credit: Twitter@ANI

"দেশের প্রধানমন্ত্রী কেমন হবেন? নীতীশ কুমার ঠিক যেমনটা, তেমন হবেন।" ইন্ডিয়া জোটের বড় নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার দাবি জানালেন জেডিইউ নেতারা। দিল্লির সংবিধান ক্লাবের বাইরে জেডিও নেতারা জোরে স্লোগান তুললেন, দেশের প্রধানমন্ত্রী কেমন হবেন, নীতিশ কুমার ঠিক যেমন আছেন, দেশের পিএম তেমন হবেন।

দিল্লিতে জনতা দল ইউনাইটেডের কর্ম সমিতির বৈঠক শেষে দলের নেতারা বিহারের মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে স্লোগান তুললেন।

জোর জল্পনা আরজেডি, কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফের বিজেপির হাত ধরতে পারেন নীতীশ কুমার। যদিও ভিডিওর শিষ্য নেতারা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

দেখুন ভিডিও

  নীতীশ কুমারের উদ্যোগেই ইন্ডিয়া জোটের নেতারা প্রথমে বৈঠকে বসেছিলেন। কিন্তু এখন ইন্ডিয়া জোটের বৈঠকে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায় না বিহারের মুখ্যমন্ত্রীকে। এদিকে ইন্ডিয়া জোটে ঢোকার জন্য বিএসপি-র প্রস্তাব হলো মায়াবতীকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে হবে।