শ্রমিক স্পেশাল ট্রেন (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ মে: লকডাউনের কারণে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে রেলপথ চালু করে ভারতীয় রেল (Indian Railways)। এখনও পর্যন্ত ৩, ২৭৪ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে প্রায় ৪৪ লক্ষ যাত্রীকে তাদের নিজ রাজ্যে পৌঁছে দিয়েছে। ভারতীয় রেল জানায়, ১ মে থেকে ২৫ মে পর্যন্ত গত ২২ দিনে ৩, ২৭৪ টি শ্রমিক ট্রেন চালায়। শুধুমাত্র ২৫ মে ২.৮ লক্ষ যাত্রীকে নিজেদের রাজ্যে পৌঁছে দিয়েছে রেল।

তারা আরও জানায়, ২৩ ও ২৪ মে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে রেলওয়ে নেটওয়ার্কে যে সমস্যা দেখা গিয়েছিল। সেখানে রাজ্য কর্তৃপক্ষের স্বাস্থ্য, প্রোটোকল কারণে এই দুটি রুটে সমস্যা দেখা দিয়েছিল। শ্রমিক ট্রেন ছাড়াও ভারতীয় রেল ১২ মে থেকে নয়াদিল্লিতে সংযুক্ত ৩০ টি স্পেশাল ট্রেন চালু করে এবং ১ জুন থেকে আরও ২০০ টি ট্রেন চালুর পরিকল্পনা করেছে। ট্রেনগুলি বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন স্থানে আটকা পড়া সকলকে নিজের রাজ্যে পৌঁছে দিচ্ছে। সর্বোচ্চ পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে থেকে সর্বাধিক ট্রেন চলেছে সেগুলি হল গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং দিল্লি। আরও পড়ুন, রাজ্যে আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু হচ্ছে ২৮ মে, জারি হল সরকারি নির্দেশিকা

সোমবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আটকা পড়া পরিযায়ী শ্রমিকদের পরিবহনের জন্য ভারতীয় রেলপথ ৩,০০০ এরও বেশি শ্রমিক স্পেশাল ট্রেন পরিচালনা করেছে এবং ট্রেনগুলি পরিচালনার জন্য রেলপথকে অনুমতি দেওয়ার জন্য রাজ্য সরকারকে আবেদন করেছে। তিনি টুইটে আরও জানান, "আমি এই কথাটি জানতে পেরে খুব আনন্দিত যে রেল সফলভাবে ৩,০০০-এরও বেশি শ্রমিক স্পেশাল ট্রেন পরিচালনা করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিবাসী কর্মীদের তাদের নিজ রাজ্যে পৌঁছে দিয়েছে।"