Russia-Ukraine War, Narendra Modi (Photo Credit: Twitter/Instagram)

দিল্লি, ১ মার্চ:  ইউক্রেনের (Ukraine) খারকিভে (Kharkyiv) নিহত ভারতীয় পড়ুয়া নবীন শেখরাপ্পা। রাশিয়ার একটানা বোমাবর্ষণের জেরেই কর্ণাটকের নবীন শর্মার মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে রাশিয়ার একটানা বোমাবর্ষণের জেরে খারকিভে মৃত্যু হয় মেডিকেল পড়ুয়ার। বিদেশ মন্ত্রকের তরফে যখন এই খবর প্রকাশ করা হয়, তখন শোকে মূহ্যমান গোটা দেশ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) সঙ্গে কথা বলেছেন। নবীন শেখরাপ্পার বাবার ফোন নম্বর নিয়ে প্রধানমন্ত্রী নবীন শেখরাপ্পার বাবার সঙ্গে কথা বলেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত কর্ণাটকের হাভেরির ছেলে নবীন শেখরাপ্পা খারকিভ মেডিকেল কলেজে পড়াশোনা করতেন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে খারকিভে যেভাবে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া, তার বিরুদ্ধে সুর চড়ান  প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে যেভাবে বোমাবর্ষণ শুরু করেছে রুশ বিমান, তাতে পুতিনের দেশকে কেউ কখনও ক্ষমা করবে না। কেউ এই ঘটনা ভুলতে পারবেন না বলে কটাক্ষ করেন জেলেনস্কি। পাশাপাশি খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে 'যুদ্ধপরাধ' বলেও আক্রমণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনের খারকিভে এক নাগাড়ে বোমাবর্ষণ রাশিয়ার, প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার

প্রসঙ্গত ২ মার্চের মধ্যে ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখল করবেন। সম্প্রতি এমনই মন্তব্য করেন রাশিয়ার উফবিদেশমন্ত্রী অ্যান্দ্রেই ফেদরব। রাশিয়ার উপবিদেশমন্ত্রীর ওই দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয় যায়। ২ মার্চের আগে সমস্ত ভারতীয়দের যাতে ইউক্রেন থেকে ফেরৎ আনা যায়, অপারেশন গঙ্গার মাধ্যমে সেই চেষ্টা দিল্লি শুরু করেছে বলে জানা যাচ্ছে।