(Photo Credit: Pixabay/PTI)

নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর: যে সমস্ত কম্পানির বার্ষিক টার্নওভার ৫০ কোটি টাকা ও তার বেশি, তাদের জন্য ডিজিটাল লেনদেন বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes) আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, যে সমস্ত কম্পানির বার্ষিক টার্নওভার ৫০ কোটি টাকা ও তার বেশি, তাদের লেনদেনের জন্য রুপে ডেবিট কার্ড (RuPay Debit Card) ও UPI (Unified Payments Interface) ব্যবহার করতে হবে। ১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত অনুযায়ী লেনদেন করতে হবে। এই নির্দেশ না মানলে প্রতিদিন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

CBDT-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম (Digital payment system) ইনস্টল করার জন্য কম্পানিগুলি ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাবে। তার মধ্যেই ডিজিটাল পেমেন্টস সিস্টেম ইনস্টল করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate) ছাড়া লেনদেন করতে রুপে ডেবিট কার্ড ও UPI-কে ঠিক করেছে অর্থ মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুসারে একটা দিক পরিষ্কার যে ক্যাসলেস অর্থনীতির দিকে আরও বেশি করে এগোতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "নির্দিষ্ট ব্যক্তি, সংস্থা বা ব্যবসায়ী, যারা ৩১ জানুয়ারি বা তার আগেই এই ডিজিটাল পেমেন্টস সিস্টেম ইনস্টল করে লেনদেন করবে। তাদের উপর জরিমানা প্রযোজ্য হবে না।" আরও পড়ুন: Jio Phone Lite: নতুন বছরে জিও-র নয়া ধামাকা, বাজারে আসছে ৩৯৯ টাকার ফোন

এর আগে ডিজিটাল অর্থনীতিতে উৎসাহ দেওয়ার জন্য আয়কর আইনে একটি নতুন ধারা যোগ করা হয়েছিল। যার অধীনে ৫০ কোটি টাকার বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক্স মোডের মাধ্যমে অর্থ গ্রহণের সুযোগ করে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। তবে CBDT আরও জানিয়েছে যে কোনও ব্যাঙ্ক বা সিস্টেম সরবরাহকারী সংস্থার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা হলে তারা কোনও চার্জ নিতে পারবে না। ২০২০ সালের ১ জানুয়ারি বা তার পরে নির্ধারিত বৈদ্যুতিন পদ্ধতিগুলির মাধ্যমে লেনদেন প্রদান করা হলে এমডিআর প্রযোজ্য হবে না।