দিল্লি, ১৭ সেপ্টেম্বর: আফগানিস্তানে (Afghanistan) নয়া সরকার গঠন করেছে তালিবান৷ আফগানিস্তানে তালিবান (Taliban) সরকার গঠনের পর সেখানকার বর্তমান পরিস্থিতি পড়শি দেশগুলির উপরও প্রভাব ফেলবে৷ এবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
শুক্রবার এসসিও-র বৈঠকে (SCO) প্রধানমন্ত্রী (OM Modi) বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক৷ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করছে পড়শি দেশগুলির অবস্থা৷ বিশেষ করে ভারতে৷ তালিবান যেভাবে আফগানিস্তান দখল করেছে, তার প্রভাবে জঙ্গি সংগঠনগুলি গোটা বিশ্ব জুড়ে আক্রমণের ধার আরও বাড়াতে পারে৷ সেই সঙ্গে মাদকের ব্যবসা, বেআইনি অস্ত্র কারবার, চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কাজের বহরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মোদী৷ সেই কারণে গোটা বিশ্ব যাতে একজোট হয়ে আফগানিস্তানের উপর নজরদারি চালায়, সেই আবেদন জানান প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন: Afghanistan's Panjshir: কেউ আর নেই, আফগানিস্তানের 'ভূতুড়ে' পঞ্জশির পাহারায় সশস্ত্র তালিবান
বর্তমানে আফগানিস্তানকে হাতের মুঠোয় করে নিয়েছে জঙ্গি সংগঠন৷ মৌলবাদ সেখানে শাসন চালাচ্ছে৷ পাশাপাশি আফগানিস্তানের উপর নির্ভর করে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি শক্তি সঞ্চয় করে বিভিন্ন দেশে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷
এসবের পাশাপাশি আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর যেভাবে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, তার প্রভাবও পড়শি দেশগুলির উপর পড়তে পারে৷ যার জেরে আফগানিস্তানের সঙ্গে ব্যবসায়িক সূত্রে যে দেশেগুলি আবদ্ধ, তাদের উপরও প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী৷ তালিবান আফগানিস্তান দখলের পর সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও শুক্রবার বার বার সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷