সংসদের অধিবেশন আবারও উত্তপ্ত হয়ে উঠল মণিপুরের হিংসাকে কেন্দ্র করে। অধিবেশনে আপ সাংসদ সঞ্জয় সিংকে বরখাস্ত করা নিয়ে তৈরি হয় জটলা। বরখাস্তের পরদিনই সাংসদ ভবন চত্বরে বিরোধীদেরকে দেখা গেল প্রতিবাদ করতে।
মণিপুর নিয়ে আলোচনা চেয়ে সোমবার থেকে ধর্ণায় বসে যান বিরোধী দলের নেতা নেত্রীরা। সোমবার চেয়ার নির্দেশ বারবার অমান্য করার অপরাধে আপ সাংসদ সঞ্জয় সিংকে বরখাস্ত করেন জগদীপ ধনকড়।
বিরোধীদের মণিপুর নিয়ে আলোচনার প্রস্তাবের মাঝেই চেয়ার ছেড়ে পোডিয়ামের দিকে চলে যান সঞ্জয় সিং। তাঁকে পুনরায় চেয়ারে গিয়ে বসতে বলেন চেয়ারম্যান। প্রশ্নত্তোরের সময় বারবার বিরক্ত করছেন বলে তাঁকে জানানো হয়। এর ঠিক পরেই হাউজ লিডার পীযুষ গোয়েলের তরফ থেকে চেয়ারম্যানের কাছে আপ নেতাকে সাসপেন্ড করার আবেদন জানান সংসদের নীতি নিয়ম ভাঙার জন্য।
কংগ্রেস নেতা মণিশ তিওয়ারির পক্ষ থেকেও মুলতুবি প্রস্তাব আনা হয় মণিপুরের আলোচনাকে কেন্দ্র করে।
#WATCH | Delhi | Opposition MPs of the Rajya Sabha continue their sit-in protest over the suspension of AAP MP Sanjay Singh for the current session of the Parliament as well as the Manipur issue. pic.twitter.com/VnQo48qkok
— ANI (@ANI) July 25, 2023
#WATCH | AAP MP Sanjay Singh, says "We are sitting here since yesterday. Our only demand is that PM Modi should speak on the Manipur issue. We will keep protesting here and I am still requesting PM Modi to come to the Parliament and talk on Manipur. pic.twitter.com/j2fxJ61kzD
— ANI (@ANI) July 25, 2023
#WATCH | Delhi | Opposition MPs of the Rajya Sabha continue their sit-in protest over the suspension of AAP MP Sanjay Singh for the current session of the Parliament as well as the Manipur issue. pic.twitter.com/VnQo48qkok
— ANI (@ANI) July 25, 2023