নতুন দিল্লি, ২৭ জুন: রাহুল গান্ধীর হাত ধরে দেশের বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা। দেশের শীর্ষ সাংবিধানিক পদে যশবন্তের মনোনয়ন পেশে দেখা গেল বিরোধী ঐক্য। কংগ্রেস, এনসিপি, তৃণমূল, এসপি, বাম দল সহ মোট ১৭টি বিজেপি বিরোধী দলের জোট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পওয়ার, এনসি প্রধান ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে এদিন মনোনয়ন পেশে সব সময় যশবন্তের পাশে দেখা গেল। অটল বিহারী জমানার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচন।
গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পওয়ার, ফারুক আবুদল্লা, গোপাল কৃষ্ণ গান্ধীর নাম উঠলেও, তাঁর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। শেষ অবধি গত বছর তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিনহাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় দেশের ১৭টি বিরোধী দলের জোট। আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আজ মুখোমুখি শিবসেনার অভিষেক মনু সিঙভি বনাম বিদ্রোহী শিবসেনার হরিশ সালভে
দেখুন ছবি
Opposition's Presidential polls candidate Yashwant Sinha files his nomination at the Parliament in Delhi pic.twitter.com/2BGztPZwmB
— ANI (@ANI) June 27, 2022
সংখ্যার দিক থেকে অনেকটা এগিয়ে থেকেই প্রার্থী হয়েছিলেন এনডিএ-র ওডিশার প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু। পরে বিজু জনতা দল, বিএসপি, ও ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেয়ে দ্রৌপদী মুর্মু-র জয় প্রায় নিশ্চিত। তবে যশবন্তকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ২০২৪ লোকসভা ভোটের জোটের প্রস্তুতি সেরে রাখল বিরোধী জোট।
যশবন্ত সিনহা জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি নরেন্দ্র মোদী সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবেন না। পিপলস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।