Extreme Heatwave (Representational Image) (Photo Credit: ANI/ X)

ওড়িশায় চলমান তাপপ্রবাহ পরিস্থিতি থেকে বাঁচতে ওড়িশা সরকার ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে রাজ্যের সমস্ত স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে। আগামীকাল ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে স্কুল। শনিবার (২০ এপ্রিল) ওড়িশার বেশ কয়েকটি অংশে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। ১০ জায়গায় পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করেছে। ভুবনেশ্বরে আইএমডি দ্বারা জারি করা সন্ধ্যার বুলেটিন অনুসারে, পশ্চিম ওড়িশার বৌধ এবং উত্তরাঞ্চলের বারিপদা রাজ্যের উষ্ণতম স্থান ছিল। উভয় অঞ্চলেই সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে নুয়াপাড়ায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস, তালচের ও বালাঙ্গির (৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস), নয়াগড়, আঙ্গুল ও কেওনঝাড়গড়ে ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়সুগুদায় ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং হিরাকুদে ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। Odisha boat tragedy: ওড়িশায় নৌকাডুবির ঘটনায় তিনজনের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ অনেকে, জারি উদ্ধারকাজ

আগামী ২৪ ঘণ্টায় ওড়িশায় সর্বোচ্চ তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ময়ূরভঞ্জ, নয়াগড়, আঙ্গুল, বৌধ, কটক এবং কেওনঝাড় জেলার দু-একটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গের অবস্থাও খুব ভালো নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা সহ বাংলার সাতটি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ২০ এপ্রিল ওড়িশায় এবং ২২ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে।