Allahabad High Court (Photo Credits: Wikipedia)

নয়াদিল্লিঃ ধর্ষণ (Rape) নিয়ে নয়া পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের( Allahabad High Court)। নাবালিকার স্তন চেপে ধরা এবং তার পায়জামার ফিতে ছিঁড়ে দেওয়াকে কোনওভাবেই ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা বলা যাবে না বলে রায় এলাহাবাদ হাইকোর্টের। ২০২১ সালে উত্তরপ্রদেশের কাসগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনার মামলার রায় দিতে গিয়ে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

নাবালিকাকে ধর্ষণ নিয়ে নয়া পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

কাসগঞ্জে ঘটে যাওয়া ওই ঘটনায় একটি ১১ বছরের কিশোরীর স্তন চেপে ধরে, তার পায়জামার ফিতে ছিঁড়ে ফেলার চেষ্টা করে পবন ও আকাশ নামে দুই যুবক। পথচারীরা এগিয়ে এসে বাধা দিলে, তারা পালিয়ে যায়। অভিযুক্ত দুই পবন ও আকাশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং পকসো আইনের ১৮ ধারায় (ধর্ষণের চেষ্টা) মামলা রুজু করা হয়। শুধু তাই নয়, এই মামলায় পবনের বাবা অশোকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। বুধবার এলাহাবাদ কোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। রায়দানে এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার তথ্য অনুযায়ী এটি ধর্ষণের চেষ্টার পর্যায়ে পড়ে না বলে জানায় আদালত।

কেবল গোপনাঙ্গ স্পর্শ করাই ধর্ষণের অভিযোগের জন্য পর্যাপ্ত নয়, জানাল এলাহাবাদ হাইকোর্ট