উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভ্লের শাহী জামা মসজিদএর ঘটনায় মোতায়েন হল নিরাপত্তা রক্ষী বাহিনী।গত ২৪ নভেম্বর মসজিদে জরিপ করতে গেলে হঠাৎ পাথর বর্ষণের ঘটনা ঘটে। শান্তিপূর্ণ ভাবে এই জরিপের কাজে গেলে সরকারি আধিকারিকদের উপর আচমকা হামলা করে দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। “সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মীদের ব্যাপক ভাবে আঘাত করা” র অপরাধে মামলা দায়ের করে পুলিশ। পাথর নিক্ষেপের ঘটনার পরে ৭টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আদালতের নির্দেশে সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষা চলছিল। কিন্তু স্থানীয় মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু দুষ্কৃতী কাজে বাধা দেয় এবং লাগাতার পাথর-ইট বর্ষণ শুরু করে। যারা এই কাজের নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে। বেশ কিছু সরকারি কর্মী ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
#WATCH | Uttar Pradesh: Security personnel present in Sambhal after an incident of stone pelting took place here when a survey team arrived to conduct a survey of Shahi Jama Masjid on 24th November.
Following the stone pelting incident, 7 FIRs have been registered, 27 people… pic.twitter.com/kcmsD9c0rB
— ANI (@ANI) November 27, 2024
ঘটনার দুদিন পরে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। নিরাপত্তা রক্ষীরা গোটা এলাকা ঘিরে রেখেছে, চলছে টহলদারিও।গত ১৯ নভেম্বরে স্থানীয় পুলিশ, মসজিদ (Muslim) কমিটির সহযোগে জরিপের কাজে তদারকি শুরু হয়েছিল। যদিও স্থানীয় মানুষের কাছে কোনও রকমের কাজে বাধা এবং কোনও রকম প্ররোচনা থেকে দূরে থাকার আবেদন করা হয়েছিল। কিন্তু তারপরেও রবিবার সকালে দুষ্কৃতীরা আক্রমণ করে। এলাকার শান্তিশৃঙ্খলাকে বিঘ্নিত করে।