Bangladesh Violence (Photo Credit: X)

নয়াদিল্লি:  বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম (Chattogram)। ঘটনায় আইনজীবী (Lawyer) তসলিম উদ্দীন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। তাঁদের চিকিৎসা চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় সোমবার ঢাকা থেকে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশকে হিন্দুসহ সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তপ্ত চট্টগ্রামের দৃশ্য দেখুন -

 

কেন গ্রেফতার করা হল চিন্ময়কৃষ্ণ দাসকে?

গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সমাবেশ করে। সেখানে চিন্ময় কৃষ্ণ দাস মঞ্চের মুখপাত্র ছিলেন। এরপর গত ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।

গত সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হলে মামলায় তাঁর জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।