মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ অবশেষে হিজবুল্লাহর(Hezbollah) সঙ্গে ইসরায়েলের(Israel) যুদ্ধবিরতি ঘোষণা। মঙ্গলবার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এ যুদ্ধবিরতি চুক্তিতে ভোট দেয়।  এরই মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনাটি নীতিগতভাবে অনুমোদন করেছেন। আপাতত এ বিরতির মেয়াদ হবে দুই মাস। পরে পরিস্থিতি অনুযায়ী এই মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।  মূলত বাইডেন ও মাখোঁর উদ্যোগ আর প্রচেষ্টার ফল সম্ভাব্য এ যুদ্ধবিরতি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন। নেতানিয়াহু বলেন, “আমরা হামাসকে আলাদা করব, বন্দিদের দেশে ফিরিয়ে আনব এবং গাজা যাতে ইজরায়েলের জন্য আর ঝুঁকি হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করব। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত যুদ্ধ থামবে না।”

অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ-ইসরায়েল