SERBIAN PARLIAMENT FIGHTING: সংসদ কক্ষ নাকি বক্সিং রিং, ভিডিয়োটা দেখলে গুলিয়ে ফেলবেন। ক দিন আগে সার্বিয়া-য় ট্রেন স্টেশনের প্ল্য়াটফর্মের ছাদ ভেঙে ১৫ জন মারা যান, পাশাপাশি অন্তত ৪৫ জন আহতও হন। এই দুর্ঘটনার দায়কে কেন্দ্র করে সার্বিয়ার সংসদে সরকার ও বিরোধী পক্ষের সাংসদদের মধ্যে বড় অশান্তি লেগে যায়। টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচের দেশ সাংসদরা একে অপরকে মারতে শুরু করেন। ঠেলাঠেলির পর শুরু হয় দু পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। সরকারের আনা বেশ কয়েকটি বিলের নথিও ছিড়তে থাকেন বিরোধী সাংসদরা। তাদের হাতে ছিল সরকার বিরোধী পোস্টারও। হাতাহাতি দু পক্ষের মোট৫ জন সাংসদ আহত হন বলে খবর।
সাবিরায়র এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভয়াবহ দুর্ঘটনার পিছনে সরকার দায় স্বীকার করে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগকরুন, এই দাবি নিয়ে সংসদে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের সাংসদ রাদোমিকর লাজোভিচ। এরপরই বাদানুবাদ শুরু হয়। সেখান থেকে ঠেলাঠেলি, মারামারি। সংসদ ভবন পরিণত হয় বক্সিং রিং-য়ে।
দেখুন সার্বিয়ার সংসদ কক্ষে মারামারির ভিডিয়ো
🚨🇷🇸FIGHTING BREAKS OUT IN SERBIAN PARLIAMENT
A massive brawl erupted in the Serbian Parliament after opposition MPs accused the government of negligence following the Novi Sad railway station roof collapse, which claimed 15 lives.pic.twitter.com/da6LBvX2Rt
— Mario Nawfal (@MarioNawfal) November 26, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)