দিল্লি সরকারের তরফে অবিলম্বে সমস্ত স্কুলকে কার্যকর সমস্ত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাইব্রিড মডেলে পঠনপাঠনের নির্দেশ জারি করেছে শিক্ষা দফতর। গত ১৮ অক্টোবর থেকে অনলাইন ক্লাস চালু করা হয়েছিল। কিন্তু এই পদ্ধতিতে মিড-ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে বহু পড়ুয়া। এই ধরনের একাধিক অসুবিধা পর্যবেক্ষণ করার পরই সোমবার সুপ্রিম কোর্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন (CAQM)-এর কাছে জানতে চায়, সশরীরে স্কুল বা কলেজগুলিতে পড়ুয়াদের হাজিরা সম্ভব কি না। কেন্দ্রীয় সংস্থাটি এ বিষয়ে ছাড়পত্র দিয়ে জানায়, দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাস অফলাইনে চালু করা যাবে। তবে সে ক্ষেত্রে হাইব্রিড মডেলে পঠনপাঠনের কথা বলা হয়েছে। গতকাল থেকেই জাতীয় রাজধানী অঞ্চলে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের অধীনে শিথিলতা ঘোষণা করা হয়েছে। এই প্ল্যানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে হাইব্রিড মোডে ক্লাস পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ সশরীরে হাজিরা দেওয়ার পাশাপাশি অনলাইনেও সপ্তাহে কয়েকদিন ক্লাস করতে পারবে ছাত্র-ছাত্রীরা।
#Delhi government issues directions to heads of all government, government-aided, unaided recognised private schools of Directorate of Education, NDMC, MCD and Delhi Cantonment Board regarding conducting #classes in hybrid mode for students of all classes with immediate effect… pic.twitter.com/MX5Sll7bBy
— The Times Of India (@timesofindia) November 25, 2024
মঙ্গলবার সকালে ফের দিল্লির বাতাসে বাড়ল দূষণের মাত্রা। বাতাসের গুণমান সূচক পৌঁছে গেল ৩৯৬-এ। যা অত্যধিক খারাপ ক্যাটিগরিতে পড়ছে। সঙ্গে রয়েছে ধোঁয়াশাও। দূষণ মোকাবিলায় আপাতত রাজধানীতে GRAP-IV (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪) চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।