Vivek Oberoi buys Rolls Royce Cullinan (Photo Credits: Instagram)

মুম্বই, ২৬ নভেম্বরঃ বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) বাড়িতে নতুন অতিথি। বিলাসবহুল গাড়ি রোলস রয়েস (Rolls Royce) কিনেছেন তিনি। বলি তারকাদের অন্যতম পছন্দের গাড়ি এটি। কয়েক কোটি টাকা খরচ করে রোলস রয়েস কুলিনান (Rolls Royce Cullinan) মডেলটি ঘরে এনেছেন বিবেক। সপরিবারে নতুন অতিথিকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতা। বাবা তথা অভিনেতা সুরেশ ওবেরয় মা যশোধরা ওবেরয় এবং স্ত্রী প্রিয়াঙ্কা আলভা ওবেরয়ের সঙ্গে আনন্দের মুহূর্তটি ভাগ করে নিয়েছেন বিবেক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, 'সাফল্য বিভিন্ন সময়ে বিভিন্ন আকার ধরা দেয়। আজ এটি এমন দেখতে। পরিবারের সাথে জীবনের বিশেষ মুহূর্তগুলি উদযাপন করতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্য'। অভিনেতার এই বিলাসবহুল রোলস রয়েস কুলিনান মডেলটির দাম ভারতীয় মূল্যে ১২ কোটি ২৫ লক্ষ টাকা।

রোলস রয়েস কুলিনান ছাড়াও বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) বাংলোর গ্যারেজে রয়েছে আরও বেশ কিছু দামী গাড়ি। যেমন, Lamborghini Gallardo, যার দাম ৩ কোটি ১১ লক্ষ। Chrysler 300C লিমুজিন, মূল্য সাড়ে ৪ কোটি টাকা। রয়েছে দুটি মার্সিডিজ গাড়ি- একটি Mercedes GLS 350D এবং একটি Mercedes GLE 250D- যার মূল্য ভারতীয় বাজারে কয়েক লক্ষ।

বিলাসবহুল গাড়ির মালিকানা ছাড়াও, বিবেক ওবেরয়ের (Vivek Oberoi) ভারত এবং দুবাই দুই জায়গাতেই প্রচুর সম্পত্তি রয়েছে। মুম্বইের জুহুতে বিবেকের একটি বাংলো রয়েছে। যার মূল্য ১৪.২৫ কোটি টাকা। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ তাক লাগানোর মত। অঙ্কটা পায় ১,২০০ কোটি টাকা। রোহিত শেট্টি পরিচালিত ইন্ডিয়ান পুলিশ ফোর্স (Indian Police Force) ছবিতে শেষ দেখা গিয়েছিল বিবেককে।

১২ কোটির রোলস রয়েস বিবেকের গ্যারেজে... 

 

View this post on Instagram

 

A post shared by Vivek Oberoi (@vivekoberoi)

তবে অভিনয়ের পাশাপাশি জমিয়ে ব্যবসায়িক কাজ সামলাচ্ছেন তিনি। কর্মা ইনফ্রাস্ট্রাকচার নামে তাঁর একটি রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে। পাশাপাশি তিনি স্বর্ণিম বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা। তিনি অ্যাকোয়া আর্কেরও সহ-প্রতিষ্ঠাতা। এছাড়াও বেশ কয়েকটি স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করেছেন বিবেক। ওয়ান ফাউন্ডেশন নামে একটি এনজিও (NGO) চালান অভিনেতা। এই এনজিও উত্তর ভারতের স্কুলগুলিতে খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করে।