সামনেই ভোট। তার আগে ভূতুড়ে ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বুধবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "এখানে ভোটার ও আধার নিয়ে দুর্নীতি বাংলা সহ বিভিন্ন রাজ্যেই হয়েছে। মহারাষ্ট্র, দিল্লিতেও হয়েছে, কিন্তু নির্বাচনের আগে তা ধরা পড়েনি। এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির পর্দাফাঁস করেছেন। অন্য রাজ্যের ভোটারদের নাম এই রাজ্যে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলার পর নির্বাচন কমিশন এই নিয়ে মুখ খুলেছে। তবে এত বড় দুর্নীতি কীভাবে হল? কেন হল? এর জবাব কমিশন দেয়নি। এরজন্য তো তদন্ত হওয়া প্রয়োজন"।

ভূতুড়ে ভোটার প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ কুণালের

কুণাল আরও বলেন, "নির্বাচন কমিশন এই প্রসঙ্গে যা বলছে, তা একেবারই যুক্তিসঙ্গত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে বিজেপি দিল্লি ও মহারাষ্ট্রের মডেলের মতো বাংলাতেও ভিনরাজ্যের ভোটারদের ঢোকাচ্ছে। আর সেই কারণেই তৃণমূলের নেতানেত্রীরা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার তালিকা মিলিয়ে এই নিয়ে স্কুটিনি করছে। এটা হল কেন? কারা এরজন্য দায়ী, দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন, এই নিয়ে বক্তব্য রাখা উচিত নির্বাচন কমিশনের"।

দেখুন কুণাল ঘোষের বক্তব্য

ভূতুড়ে ভোটার ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই তৃণমূলের কর্মীসভায় ভূতুড়ে ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এরপর থেকেই এলাকায় এলাকায় ঘুরে ভূতুড়ে ভোটার খুঁজতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।