Mob Lyinching Photo Credit: Twitter@ians_india

বাড়ির বউকে দীর্ঘদিন ধরেই কুনজরে দেখছিল প্রতিবেশী যুবক। আর বুধবার ভোরবেলায় সেই যুবকই মদ্যপ অবস্থায় পড়েছিল বাড়ির দরজার সামনে। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠল বাড়ির মালিক। রাগের মাথায় কার্যত যুবকের চোখই উপড়ে নিল ওই ব্যক্তি। সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম (Dum Dum) এলাকায়। যদিও ঘটনা এখানেই শেষ নয়। এমন ভয়ঙ্কর কাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও চড়াও হয় অভিযুক্ত ব্যক্তির ওপর। তাঁকে মারধর করেন তাঁরা। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই ধটনার তদন্তে নেমেছে পুলিশ।

প্রদীপের চোখ উপড়ে নেয় গোকুল

জানা যাচ্ছে, দমদমের তিন নম্বর পৌরসভার তিন নম্বর প্রমোদনগরের বাসিন্দা প্রদীপ সরকার ও গোকুল মণ্ডল। অভিযোগ, গোকুলে স্ত্রীর ওপর দীর্ঘদিন ধরেই কুনজর ছিল প্রদীপের। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ মদ্যপ অবস্থায় টলতে টলতে গোকুলের বাড়ির দরজার সামনে পড়ে যায় যুবক। তখনই ঘর থেকে বেরিয়ে এসে প্রদীপকে প্রচণ্ড মারধর করে বাড়ির মালিক। এমনকী মারের মধ্যেই রাগের মাথায় প্রদীপের চোখদুটি চেপে ধরে উপড়ে নেয় সে। প্রবল যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে।

অভিযুক্তের ওপর চড়াও হন স্থানীয়রাই

তখনই এলাকাবাসীরা রাস্তায় এসে দেখে রক্তারক্তি কাণ্ড। আর তারপরই গোকুলকে চেপে ধরে পাল্টা মারধর শুরু করে তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশকে। দুজনকেই আশঘঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রদীপকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, অন্যদিকে গোকুলকে প্রথমে দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।