ফের শহরে গনপিটুনির ঘটনা। এবার যাদবপুর থানার (Jadavpur Police Station) অন্তর্গত বিজয়গড় এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, পার্কিং নিয়ে বচসার জেরে একজন অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুন করেছে স্থানীয় কয়েকজন যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে এবং শনিবার সকালে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি। ঘটনার পরিবারের তরফ থেকে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। যদিও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মৃতের পরিবার, স্থানীয় কাউন্সিলর সহ সকলেই।
পার্কিং নিয়ে যুবকদের সঙ্গে বচসা জয়ন্তর
জানা যাচ্ছে, বিজয়গড়ে লালকার মাঠের পাশে রাতে গাড়ি পার্ক করে বাড়ি যান জয়ন্ত সেন নামে ওই বছর ৩৬-এর যুবক। বুধবার রাতেও সেভাবেই গাড়ি রেখে বাড়ি গিয়েছিলেন তিনি। বিজয়গড়েই থাকেন জয়ন্ত। গভীর রাতে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে ফোন করে বলে তাঁর গাড়ির ধাক্কায় স্কুটি পড়ে গিয়েছে। গভীর রাতে ঘটনাস্থলে জয়ন্ত যাওয়ার পর বচসা শুরু হয়।
জয়ন্তর উপর চড়াও হয় মদ্যপ যুবকেরা
অভিযোগ, স্কুটির ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতেও রাজি থাকে সে। কিন্তু তারপরেও তাঁর মুখে কাপড় বেধে বেধড়ক মারধর করে মদ্যপ যুবকরা। এরপর স্থানীয় বাসিন্দাদের মারফত জয়ন্তর বাড়িতে ফোন যেতেই ঘটনাস্থলে তাঁরা চলে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে বুধবার রাতেই ভর্তি করা হয়। কিন্তু শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেননি তাঁরা।