Photo Credits: ANI

নয়াদিল্লি: বিচার ব্যবস্থার (Judiciary) উপরে কেউ নেই। আর বার কাউন্সিল হল ভারতীয় বিচার ব্যবস্থার অভিভাবক (Guardians)। এবং দেশের স্বাধীনতা আন্দোলনে (freedom struggle) আইনজীবীরা (lawyers) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শনিবার আইনজীবীদের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই দেশের বিচারব্যবস্থা ও আইনজীবীদের প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। পাশাপাশি আইনি কার্যকলাপ বুঝতে যাতে প্রতিটি সাধারণ মানুষের সুবিধা হয় তার জন্য ভাষার সহজ প্রয়োগের (simplicity of language) উপরও জোর দেন তিনি।

শনিবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক আইনজীবী সম্মেলন ২০২৩ (International Lawyers' Conference 2023)-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "নাগরিকদের একথা অনুভব করা উচিত যে আইন তাঁদেরই জন্য। বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে নিজেদের পরিচিত করার জন্য ভারতের আইন ব্যবস্থাকে শক্তিশালী, স্বতন্ত্র ও পক্ষপাতহীন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চালনা করা উচিত। তবেই বিচার ব্যবস্থা আসল লক্ষ্য পূরণ হবে। আর আইনি ভাষা ও প্রক্রিয়া যাতে সবার কাছে সহজবোধ্য হয় তার জন্য সরকার নতুন আইনগুলি সহজ ভাষায় ড্রাফট করছে। এর জ্বলন্ত উদাহরণ হল ডাটা প্রোটেকশন বিল।"

তিনি আরও বলেন, "কোনও আইনের আলোচনা দু ধরনের হতে হবে। একটি যার মাধ্যমে আইনি প্রক্রিয়া পরিচালিত হবে আর অন্যটি হল সাধারণ মানুষের বোধগম্য হওয়ার জন্য।"

হিন্দি, তামিল, গুজরাটি ও ওড়িয়া এই চারটি ভাষায় রায়ের অনুবাদ করার জন্য সু্প্রিম কোর্টকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনা ভারতের বিচার ব্যবস্থার একটি যুগান্তকারী পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি আইনি কর্মক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধির পরামর্শও দেন তিনি।

আইনজীবীদের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালও। আরও পড়ুন: ‘One Nation, One Election : 'এক দেশ এক ভোট' নিয়ে প্রথম আলোচনাসভা রাজস্থানের যোধপুরে, উপস্থিত অমিত শাহ