Wedding Representative Photo (Photo Credits: X)

দিল্লি, ২০ ফেব্রুয়ারি: এ যেন বলিউডের (Bollywood) কোনও সিনেমা। যেখানে বিয়ের দিন কনে পালিয়ে গেলেন বন্ধুর (Friend) সঙ্গে। তবে এক্ষেত্রে বন্ধু না বলাই ভাল। কারণ যাঁর সঙ্গে বিয়ের কনে পালিয়ে যান তিনিও এক মহিলা। জানা যাচ্ছে, বিয়ের আগে থেকেই বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিল বিয়ের কনের। ফলে বিয়ের রাতেই বান্ধবীর হাত ধরে ওই তরুণী পালিয়ে যান বলে খবর। সিনেমায় যখন প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বিয়ের রাতে প্রেমিকা বেরিয়ে যান। সেখানে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে বান্ধবীর হাত ধরে বিয়ের কনে চম্পট দেন।

বিয়ের কনে পেশায় চিকিৎসক (Doctor)। বিয়ের মণ্ডপে যাওয়ার আগে পার্লারে গিয়েছিলেন সাজতে। সেখান থেকেই বান্ধবীর সঙ্গে কনে পালিয়ে যান বলে খবর। রাত ৯টা পর্যন্ত মেয়ের দেখা না পেয়ে মৃত্যুর গল্প ফাঁদে পরিবার। পার্লারে সাজতে গিয়ে হার্ট অ্যাটাকে তাঁদের বাড়ির মেয়ের মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করে।

এরপর পুলিশ হাজির হলে, জিজ্ঞাসাবাদের সময় পরিবারের এক একজন  এক একরকম বক্তব্য প্রকাশ করেন। এরপর মৃতদেহের ময়নাতদন্তের কথা বললে, বাড়ির লোক পুলিশকে তা দেখাতে অস্বীকার করে। সন্দদেহ হওয়ায় পুলিশ এরপর পার্লারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায়, পার্লার থেকে নিজের বান্ধবীর হাত ধরে চিকিৎসক কনে পালিয়ে যাচ্ছেন। পুলিশ এরপর মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে ওই ২ জনকে আটক করে।