চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতারণ করে বিশ্বের প্রথম দেশ হিসাবে পতাকা উড়িয়েছে ভারত। গত ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ (Chandrayaan 3 ) চাঁদের বুকে সফল সফটল্যান্ডিং করতে সক্ষম হয়েছে। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organisation) পরবর্তী লক্ষ্য সূর্য। একদিকে ল্যান্ডার বিক্রম (Lander Vikram) থেকে বেরিয়ে প্রজ্ঞান রোভার (Pragyan Rover) চাঁদের দক্ষিণ মেরুতে অজানার খোঁজ করছে। অন্যদিকে সোমবার তাঁদের পরবর্তী মিশনের ঘোষণা করল ইসরো। এদিন অফিসিয়াল বিবৃতির মাধ্যমে সূর্য অভিযানের কথা জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।
আগামী ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে আদিত্য এল-১ (Aditya-L1)। এই বিষয়ে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণন বলেন, 'এটি একটি অধ্যায়ন প্রকল্প। তারা ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে (সূর্য) অধ্যায়ন করতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ভাল প্রকল্প'।
#WATCH | Kerala: On Aditya-L1 mission, former ISRO scientist Nambi Narayanan says, "It is a study project, they're going to study (Sun) at a distance of 15 lakhs kilometers...it is a good project" pic.twitter.com/ZV9fudz0RH
— ANI (@ANI) August 28, 2023
এই প্রথমবার সূর্যের দিকে হাত বাড়িয়েছে ইসরো (ISRO)। তবে এই প্রকল্প যে মোটেই সহজ হবে না তা নিজেও জানে ইসরো বিজ্ঞানীরা। এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, সূর্যের এল-১ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে আদিত্য এল-১ এর (Aditya-L1) সময় লাগবে ১২০ দিন। যা পৃথিবী থেকে চাঁদের গন্তব্যের চারগুন।