By Kopal Shaw
এছাড়া শারমিন আখতারের হাফ সেঞ্চুরি দলের রানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ৮০ বলে ৬৭ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান দলের অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) ১০ বলে ৫ রান করে আউট হয়ে যান।
...