Bangladesh Women National Cricket Team vs West Indies Women National Cricket Team: বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ (ICC Womens World Cup Qualifier 2025)-এর ১১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৭ এপ্রিল লাহোরের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত হয়েছে এই ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার ফারজানা হক (Fargana Hoque) ৭৭ বলে ৪২ রান করেন। এছাড়া শারমিন আখতারের হাফ সেঞ্চুরি দলের রানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ৮০ বলে ৬৭ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান দলের অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) ১০ বলে ৫ রান করে আউট হয়ে যান। শেষের দিকে ২৫ রানের ভালো ক্যামিও খেলেন নাহিদা আখতার (Nahida Akter) এবং ২৩ রান করেন রাবেয়া খান (Rabeya Khan)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার উইকেট নেন আলিয়া অ্যালেন (Aaliyah Alleyne)। BAN W vs WI W, ICC Womens World Cup Qualifier 2025 Live Streaming: বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৫ লাইভ স্কোরকার্ড
Now, to finish the job. 💪🏾 #CWCQ | #MaroonWarriors pic.twitter.com/TF1nf2ubKY
— Windies Cricket (@windiescricket) April 17, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)