কলকাতা: চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাংলার স্কুলগুলিতে প্রায় ২৬০০০ চাকরি বাতিল হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলার রায়ে সুপ্রিম কোর্ট  গোটা প্যানেলই বাতিল করেছে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন যোগ্য-অযোগ্য সমস্ত শিক্ষকরা। এই রায়ে শোকের ছায়া নেমে আসে অসংখ্য পরিবারে। আরও পড়ুন: Murshidabad Violence: মুর্শিদাবাদের হিংসার পিছনে দায়ী কারা? তদন্ত করতে সিট গঠন রাজ্যের

সুপ্রিম কোর্টের রায়ে  শিক্ষকদের পাশাপাশি রাজ্যের শিক্ষাব্যবস্থাও সঙ্কটে পড়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সুপ্রিম কোর্টে বিশেষ আর্জি জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সেই আবেদনের রায়ের শুনাতিতে বরখাস্ত শিক্ষকদের অন্তর্বর্তীকালীন স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁদের চাকরিতে থাকা উচিত বলে জানিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, ২৬ হাজার শিক্ষকদের মধ্যে যাঁদের অযোগ্য বলে শনাক্ত করা গেছে, তাঁদের বাদ দিয়ে বাকিরা আপাতত চাকরিতে বহাল থাকবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষকরা।

চাকরিহারাদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)